অনলাইন ডেস্ক :
চলতি মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। অনেকেই ভাবছেন, আগামী মৌসুমে এমবাপ্পে খেলবেন রিয়াল মাদ্রিদের হয়ে। কিন্তু চলতি মৌসুমে যখন যেতে পারেননি, তিনি কি হতাশ ছিলেন? এমবাপ্পে দিয়েছেন তার উত্তর। অ্যামাজন প্রাইমের এক ডকুমেন্টারিতে এমবাপ্পে বলেছেন, ‘সবাই আমাকে জিজ্ঞেস করে আমি হতাশ কি না…হ্যাঁ, শুরুর দিকে (রিয়ালে যেতে না পারায়) কিছুটা ছিলাম, যখন ছেড়ে যেতে চেয়েছি। কিন্তু বিষয়টি এমন নয় যে আমি এখন থার্ড ডিভিশনে খেলছি।’ ইউরোতে এমবাপ্পের পেনাল্টি মিসের কারণে বিদায় নিয়েছিল ফ্রান্স। এজন্য পরে বেশ কথাও শুনতে হয়েছে এমবাপ্পেকে। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি ফ্রান্স চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছি। এটাই প্রমাণ করে যে আমি স্বার্থপর খেলোয়াড় না যে শুধু নিজে গোল করার কথা ভাবব। তবে আমি জানি এর চেয়েও ভালো কিছু করা যেত।’
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর