January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 22nd, 2021, 7:28 pm

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে বিজয়ী নামের তালিকা

অনলাইন ডেস্ক :

আবারও বসলো আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস (এএমএ)। র‌্যাপ সুপারস্টার কার্ডি বি’র উপস্থাপনায় বাংলাদেশ সময় সোমবার সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত চলে সংগীত দুনিয়ার অন্যতম বড় এ অনুষ্ঠানের ৪৯তম আসর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে চলা এবারের আয়োজনটি ছিল কোরিয়ান পপ সেনসেশন বিটিএস’ময়! এই আসরে তারা পেয়েছেন মোট তিনটি বিভাগে সেরার পুরস্কার। আর্টিস্ট অব দ্য ইয়ার, ফেবারিট পপ গ্রুপ ও ফেবারিট পপ সং- পুরস্কার জেতেন বিটিএস। তিনটি বিভাগে মনোনয়ন পেয়ে সবটিতেই বিজয় ছিনিয়ে নেন তারা। তাদের সাথে দোজা ক্যাট ও মেগান দি স্ট্যালিয়নও পেলেন তিনটি করে পুরস্কার! একইসাথে আরেক বিখ্যাত বয়ব্যান্ড কোল্ডপ্লে’র সাথে কোলাবোরেশনে ‘মাই ইউনিভার্স’ গানটাও মঞ্চে পরিবেশন করেন বিটিএস। সাথে শো স্টপার হিসেবে তাদের গান ‘বাটার’ তো ছিলই! এছাড়াও ব্রুনো মার্স, জেনিফার লোপেজ, অলিভিয়া রোদ্রিগোও মঞ্চে গান গেয়ে শোনান। নবাগত অলিভিয়া রোদ্রিগো সর্বোচ্চ সাতটি পুরস্কারের মনোনয়ন পেলেও ঝুলিতে পুরলেন কেবল একটি পুরস্কার। এদিকে, টেইলর সুইফট এই আসরের দুইটি পুরস্কার নিয়ে নিজেই নিজের সর্বোচ্চ এএমএ জয়ের রেকর্ড ভেঙ্গে দিলেন! তার শেলফে রেকর্ডসংখ্যক মোট ৩৪টি এএমএ ট্রফি আছে।
একনজরে দেখে নেওয়া যাক কারা হাসলেন শেষ হাসি-
আর্টিস্ট অব দ্য ইয়ার: বিটিএস
নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার: অলিভিয়া রোদ্রিগো
কোলাবোরেশন অব দ্য ইয়ার: দোজা ক্যাট ফিচারড বাই এসজেডএ
ফেবারিট ট্রেন্ডিং সং: মেগান দি স্ট্যালিয়ন
ফেবারিট নারী পপ আর্টিস্ট: টেইলর সুইফট
ফেবারিট মেল পপ আর্টিস্ট: অ্যাড শিরান
ফেবারিট মিউজিক ভিডিও: লিল নাস এক্স
ফেবারিট পপ গ্রুপ: বিটিএস
ফেবারিট পপ অ্যালবাম: টেইলর সুইফট
ফেবারিট পপ সং: বিটিএস
ফেবারিট মেল কান্ট্রি আর্টিস্ট: লিউক ব্রায়ান
ফেবারিট হিপহপ অ্যালবাম: মেগান দি স্ট্যালিয়ন
ফেবারিট ফিমেল হিপহপ আর্টিস্ট: মেগান দি স্ট্যালিয়ন
ফেবারিট মেল হিপহপ আর্টিস্ট: ড্রেক
ফেবারিট কান্ট্রি ডুও: ড্যান+শে
ফেবারিট কান্ট্রি সং: গ্যাবি ব্যারেট
ফেবারিট কান্ট্রি অ্যালবাম: গ্যাবি ব্যারেট
ফেবারিট নারী কান্ট্রি আর্টিস্ট: ক্যারি আন্ডারউড
ফেবারিট পুরুষ ল্যাটিন আর্টিস্ট: ব্যাড বানি
ফেবারিট আরএন্ডবি সং: সিল্ক সনিক
ফেবারিট আরএন্ডবি এলবাম: দোজা ক্যাট
ফেবারিট নারী আরএন্ডবি আর্টিস্ট: দোজা ক্যাট
সূত্র: বিলবোর্ড