অনলাইন ডেস্ক :
লিওনেল মেসির আগমনে আমেরিকায় ফুটবলের বিপ্লব ঘটেছে। তার পায়ের জাদু দেখতে মাঠে ছিল উপচে পড়া ভিড়। এবার প্রথম ফুটবলার হিসেবে আমেরিকার এক নম্বর জনপ্রিয় ক্রীড়াবিদ হলেন আর্জেন্টাইন তারকা। টাইগার উডস, মাইকেল জর্ডান, কোবি ব্রায়ান্ট, লেব্রন জেমসের মতো লিজেন্ডদের পেছনে ফেললেন তিনি। একটি স্পোর্টস রিসার্চ পোলিং কোম্পানি এসএসআরএস এর রিপোর্ট অনুযায়ী, হেরন মায়েস্ত্রো এবার আমেরিকার এক নাম্বার ক্রীড়াবিদের জায়গা দখল করলেন।
এই কোম্পানির পোলিং ডাটা চালু করার পর থেকে ৩০ বছরের মধ্যে এই প্রথমবার কোনো ফুটবলার এই তালিকায় শীর্ষে থাকলেন। এমএলএসের প্রথম মৌসুমে দারুণ সময় কাটান মেসি। ইন্টার মায়ামিকে এনে দেন প্রথম শিরোপা লিগস কাপ ট্রফি। এবার পেয়ে গেলেন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদের মর্যাদা। এবারের মৌসুমে সল্টলেক কে ২-০ গোলে হারিয়েছে মায়ামি। দুটি গোলই বানিয়ে দিয়েছেন মেসি।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর