November 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 7:07 pm

আমেরিকার নিউ ইউর্কে চট্টগ্রাম সমিতি’র উদ্যোগে ব্যারিস্টার মনোয়ার হোসেন সম্বর্ধিত

সি‌লেট :

বিশিষ্ট আইনজীবী, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার এবং চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক ও গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার মনোয়ার হোসেন এর সম্মানে চট্টগ্রাম এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনক উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের সমস্যা, চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও আন্তর্জাতিক চট্টগ্রাম উৎসব বিষয়ে এক মতবিনিময় সভা ও সম্বর্ধনার আয়োজন করা হয়।

সম্প্রতি ১২ই নভেম্বর ২০২৫, বুধবার নিউ ইউর্কের ব্রকলিনস্থ চট্টগ্রাম সমিতির নিজস্ব ভবনে সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি ব্যারিস্টার মনোয়ার হোসেনকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন চট্টগ্রাম সমিতির দুইবারের সাবেক সভাপতি, এবং ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এবং ট্রাস্টি বোর্ডের সাবেক কো-চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির বর্তমান ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য কাজী সাখাওয়াত হোসেন আজম।

অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ব্যারিস্টার মনোয়ার হোসেন চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকার কার্যকরী পরিষদ এবং এই সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিশ্বব্যাপি চট্টগ্রামের অধিবাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। নানা ধরণের ব্যবসা এবং বিভিন্ন পেশায় চট্টগ্রামবাসীরা সুনাম অর্জন করেছেন। বিশ্বব্যাপি ছড়িয়ে থাকা চট্টগ্রামবাসীদের একটি ছাতার নিচে সমবেত করার একটি উদ্যোগ অতীতে নেয়া হলে ও কোভিড মহামারীতে সেই উদ্যোগে ভাটা পড়ে।

মনোয়ার এই উদ্যোগটি আবারো সচল করার প্রস্তাব দিলে উপস্থিত সকলে তা সমর্থন করেন। জনাব মনোয়ার তাঁর বক্তব্যে চট্টগ্রামের উন্নয়নে তাঁর অবিরাম সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন- পরবর্তী প্রজম্মকে আমাদের এই সংগ্রামের অংশীজন করতে হবে। চট্টগ্রাম এখনো নানাভাবে অবহেলিত, এই অবহেলা থেকে মুক্তি পেতে হবে। সম্মিলিতভাবে দেশে এবং বিদেশ থেকে এই ব্যাপারে চাঁটগাঁবাসীদের সোচ্চার হবার আহ্বান জানান তিনি। তিনি

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমাধানের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বিগত ৭ বছর ধরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত মেগা প্রকল্পের কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও এর ফলাফল পেতে সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, বন্দর ও বিদ্যুৎ কর্তৃপক্ষের যথাযথ সমন্বিত প্রয়াসের বিকল্প নেই। এছাড়া চট্টগ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষিত কালুরঘাট নতুন সেতুর দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তারা চট্টগ্রাম উন্নয়নের জন্য ব্যারিস্টার মনোয়ার হোসেনের দীর্ঘদিনের অবদানকে এবং ত্যাগকে এবং এখনো তিনি নাগরিক ফোরাম গঠন করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেজন্য ধন্যবাদ জানান এবং ধন্যবাদ জানান। চট্টগ্রামকে এগিয়ে নেয়ার জন্য ব্যারিস্টার মনোয়ার ও তাঁর সহযোদ্ধাদের উদ্যোগে আশির দশক থেকে বৃহত্তর চট্টগ্রামের প্রতি তৎকালীন সরকারের অবহেলার প্রতিবাদে ও এর পরিকল্পিত উন্নয়নের যে উত্তাল ও সার্বজনীন আন্দোলন সংগ্রাম কমিটির মাধ্যমে করা হয়েছিল সেটি সময়ের দাবি ছিল। সেটি না হলে চট্টগ্রাম আরো অনেক পিছিয়ে থাকতো। চট্টগ্রাম উন্নয়ন জন্য যারা আন্দোলন করেছিলেন তারা কোন পদ কিংবা ক্ষমতার জন্য কিংবা সুযোগ সুবিধা আদায়ের জন্য কিছু করেননি বরং সুবিধাও ভোগ করেননি। তারা নিঃস্বার্থভাবে চট্টগ্রামের জন্য কাজ করে গেছেন।

অনুষ্ঠানে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন সর্বজনাব এনাম চৌধুরী, কামাল হোসেন মিঠু, খোকন কে চৌধুরী, হাজী টি আলম, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, শাহাবুদ্দিন চৌধুরী লিটন, মোহাম্মদ ফোরকান, এডভোকেট আবদুল হামিদ, সাইফুল আলম, মাস্টার কলিমুল্লাহ, নওশাদ কামাল, পল্লব রায়, মোহাম্মদ মানু, কাজী ইকবাল, কাজী ইমরান ও মোহাম্মদ তারেক প্রমুখ।

সভাপতির বক্তব্যে জনাব আবু তাহের ব্যারিস্টার মনোয়ার হোসেনকে তার চট্টগ্রামের উন্নয়নের জন্য ত্যাগ এবং তার প্রচেষ্টার জন্য চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানান। এবং তিনি বলেন, তার আকাঙ্ক্ষিত চট্টগ্রামে আন্তর্জাতিক তথা চট্টগ্রাম সমিতি গুলোর মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক উৎসব আয়োজন করা। এটি সম্ভব করতে সবাই একসাথে কাজ করবে বলে তিনি জানান।

সভাশেষে সকলকে সমিতির পক্ষ থেকে নৈশভোজ দিয়ে আপ্যায়িত করা হয়।