আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা এম এ মোমেন ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এনবিআর জানিয়েছিল, এই বছর আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা বাড়ানো হবে না। তবে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে আরও বেশি করদাতা যাতে তাদের রিটার্ন জমার সুযোগ পান সেই জন্য সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
গত ১ জুলাই থেকে ২০২১-২২ অর্থবছরের আয়কর রিটার্ন জমা দেয়া শুরু হয়েছিল।
কোভিড-১৯ মহামারির কারণে আগের বছরের মতো এবারও কর মেলা বাতিল করেছে এনবিআর।
গত অর্থবছরে ৬০ লাখ করদাতা শনাক্তকরণ নম্বরের (টিআইএন) মধ্যে প্রায় ২৪ লাখ তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন।
—ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছেন ইলন মাস্ক
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
সিন্ডিকেট : ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম, অস্বস্তিতে ক্রেতা