অনলাইন ডেস্ক :
বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত শব্দ ‘আয়নাঘর’। এটি একটি গোপন আটক কেন্দ্র ছিল। সেখানে বন্দিদের ওপর চালানো হতো অমানবিক অত্যাচার। সম্প্রতি সেখান থেকে মুক্তি পাওয়া মানুষের কথাগুলো নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘আয়নাঘর’। নির্মাতা জয় সরকার বিষয়টি নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন। জয় সরকারের প্রথম সিনেমা ‘ইন্দুবালা’তে অভিনয় করেছিলেন অভিনেত্রী কেয়া পায়েল।
এ ছবিটিও তাকে নিয়েই করবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। তবে অসম্মতি প্রকাশ করেছেন কেয়া পায়েল। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমিও কয়েকজনের কাছে সিনেমার খবরটি শুনেছি। কিন্তু এ বিষয় নিয়ে আমার সঙ্গে পরিচালক বা প্রযোজক কারো আলোচনা হয়নি। আমি এখন নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছি। আগামী কয়েক মাসের শিডিউল দেয়া আছে নির্মাতাদের। কদিন পরেই নাটকের শুটিং করতে দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে।’
‘আয়নাঘর’-এ অভিনয় করবেন কি না জানতে চাইলে কেয়া বলেন, ‘এই মুহূর্তে সিনেমা নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। ছোট পর্দাতেই ভালো সময় পার করছি।’
আরও পড়ুন
শাকিবের ডাকে হাজির যেসব তারকা
অব্যাহতি চাইলেন মামুনুর রশীদ
অভিনয়ে ফিরবেন কি না, জানালেন ববিতা