রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে গুলশান এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)একটি টিম তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মাকসুদুর রহমান দেশের শীর্ষ ঋণখেলাপিদের একজন।
র্যাব সদর দপ্তরের এএসপি (মিডিয়া উইং) ইমরান খান বলেন, গোপন খবর পেয়ে র্যাবের একটি দল বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মাকসুদুরকে আটক করে।
মাকসুদুর একজন ওয়ান্টেডভুক্ত অপরাধী বলে জানিয়েছে র্যাব।
—ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ