ইরানের রাজধানী তেহরানের কাছে আরও একটি ইসরায়েলি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ বুধবার (১৭ জুন) ইরান সরকার-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইরনাকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারামিন জেলার গভর্নর হোসেইন আব্বাসি। খবর আনাদোলুর।
তেহরানের দক্ষিণে অবস্থিত ভারামিন শহরের কাছাকাছি এই যুদ্ধবিমানটি ভূপাতিত হয় বলে তিনি জানান। আব্বাসি বলেন, “তেহরানের উপকণ্ঠে ভারামিন এলাকায় একটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।”
তবে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানটির পাইলটের বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানি সূত্রের বরাতে বলা হয়েছে, গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এটি পঞ্চম ইসরায়েলি যুদ্ধবিমান, যা ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হলো।
১৩ জুন ইসরায়েল একযোগে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং পারমাণবিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। এই হামলায় নিহত হন ইরানের চিফ অব জেনারেল স্টাফ, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস এর প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং ৯ জন পারমাণু বিজ্ঞানী।
এই হামলায় এখন পর্যন্ত ২২৪ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্যও প্রকাশ করেছে ইরান।
এর পাল্টা জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায়। এতে ইরানি সূত্র অনুসারে ২৪ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হন।
ইসরায়েল-ইরান এই সাম্প্রতিক সংঘর্ষ আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।
তুরস্কসহ একাধিক দেশ এই সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন
খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ‘ভাড়া করে’ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
পাকিস্তান-ইন্দোনেশিয়াসহ ৪ দেশে বন্ধ হচ্ছে ভয়েস অব আমেরিকা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা দেশজুড়ে দোয়া–প্রার্থনা