January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 27th, 2022, 7:51 pm

আরও এক অভিনেত্রীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক :

ভারতীয় টিভি অভিনেত্রী পল্লবী দের মৃত্যুরহস্য এখনো উদঘাটিত হয়নি। গত বুধবার সন্ধ্যায় উদ্ধার করা হয় কলকাতার মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত মরদেহ। পরপর এ দুটো ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছে টলিউডে। এবার মডেল-অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলকাতা পুলিশ। শুক্রবার (২৭ মে) সকালে পাটুলির বাড়ি থেকে উদ্ধার করা হয় এই অভিনেত্রীর মরদেহ। পরিবারের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রয়াত অভিনেত্রী বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মঞ্জুষা। তার মায়ের দাবি, বিদিশার মৃত্যুর পরই হতাশায় ভুগতে শুরু করে সে। তার জেরেই এই আত্মহত্যা। তবে এ ঘটনায় কোনো সুইসাইড নোট পায়নি। অস্বাভাবিক এই মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যক্তিগত জীবনে মঞ্জুষা বিবাহিত। তিন-চার দিন আগে পাটুলিতে বাবার বাড়িতে আসেন তিনি। গত বৃহস্পতিবারও ফটোশুট করেছেন। এর মধ্যে তার স্বামী তাকে নিতে এসেছিলেন। কিন্তু মঞ্জুষার মা তার জামাইকে বলেন, মঞ্জুষা কিছু দিন আমাদের এখানে থাকুক। এরইমধ্যে বুধবার বিদিশার মৃত্যুর খবর পান মঞ্জুষা। তার পর থেকেই অবসাদে ভুগতে থাকেন। মঞ্জুষার মায়ের দাবি পল্লবী দের সঙ্গেও যোগাযোগ ছিল এই অভিনেত্রীর। দীর্ঘ দিন ধরে টলিউডে কাজ করছেন মঞ্জুষা। বর্তমানে একটি টিভি ধারাবাহিক নাটকে কাজ করছিলেন তিনি। পাশাপাশি থিয়েটারেও সরব ছিলেন। বিদিশার মৃত্যুর ঠিক দু’দিনের মাথায় তার বন্ধু মঞ্জুষার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। কয়েক দিনের ব্যবধানে এ নিয়ে শোবিজ অঙ্গনের তৃতীয় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এটি। এর আগে গড়ফার বাসা থেকে পল্লবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গত বুধবার নাগেরবাজারের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয় মডেল বিদিশার ঝুলন্ত মরদেহ। এ দুটো ঘটনার নেপথ্যে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এসেছে। মঞ্জুষার মৃত্যুর নেপথ্যেও তেমন কোনো ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।