বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।
শুক্রবার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইজিপি হিসেবে আবদুল্লাহ আল মামুনের নতুন মেয়াদ ২০২৪ সালের ১২ জুলাই থেকে শুরু হবে এবং ২০২৫ সালের ১১ জুলাই বা তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় যোগদানের তারিখ থেকে শেষ হবে।
এর আগেও পুলিশের মহাপরিদর্শক হিসেবে তার দায়িত্বের মেয়াদ দেড় বছরের জন্য বাড়ানো হয়।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হয়ে আইজিপি হিসেবে দায়িত্ব নেন আল-মামুন।
—-ইউএনবি

আরও পড়ুন
ছুরিকাঘাতের পর পেট্রোল ঢেলে আগুন, ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ দুর্ঘটনা, ৭ গাড়ির সংঘর্ষে আহত ২০
ইংরেজি নববর্ষে আতশবাজি–উচ্চশব্দে গানে অতিষ্ঠ হয়ে ৯৯৯-এ ৩৮১ অভিযোগ