January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 17th, 2022, 9:32 pm

আরও ১০দিন ইডির হেফাজতে থাকবেন পিকে হালদার

কলকাতার একটি বিশেষ আদালত বাংলাদেশি ব্যবসায়ী প্রশান্ত কুমার (পিকে) হালদারের ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে থাকার মেয়াদ আরও ১০ দিন বাড়িয়েছে।

যদিও ইডি হালদারকে ‘জিজ্ঞাসাবাদ করার জন্য’ আরও দুই সপ্তাহ চেয়েছিল,তবে মঙ্গলবার কলকাতার ব্যাঙ্কশাল আদালত সংস্থাটিকে ১০ দিন সময় দেয়।

শুক্রবার পশ্চিমবঙ্গে ইডির অভিযানে গ্রেপ্তার হওয়া হালদার ও তার দুই সহযোগীর তিন দিনের রিমান্ড মঙ্গলবার শেষ হয়েছে।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি হালদার বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনার পর থেকে পলাতক ছিলেন।

তার দুই সহযোগী প্রীতিশ কুমার হালদার ও প্রাণেশ কুমার হালদারও তার সঙ্গে পলাতক ছিলেন।

শুক্রবার ওপার বাংলার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

দেশটির অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিকে হালদার জালিয়াতি করে শিবশঙ্কর হালদার নামে একজন ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে আসছিলেন।’

অধিদপ্তর জানিয়েছে, এই তিনজনই জালিয়াতি নথির ভিত্তিতে ভারতে কোম্পানিটি স্থানান্তর করেছে।

—ইউএনবি