অনলাইন ডেস্ক :
হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হাকাবি স্যান্ডার্স দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র ছিলেন। তিনি হাকাবি স্যান্ডার্স আরকানসাসের সাবেক গভর্নর ও প্রেসিডেন্ট প্রার্থী মাইক হাকাবির মেয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ডেমোক্রেট প্রার্থী ক্রিস জোনসকে গভর্নর পদে হারিয়েছেন। অঙ্গরাজ্যটিতে ট্রাম্প এখনও অনেক জনপ্রিয়। নিউ ইয়র্ক টাইমসের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হাকাবি স্যান্ডার্স এখন পর্যন্ত ৫ লাখ ২৩ হাজার ৫৬২ ভোট পেয়েছেন। যা ৬২ শতাংশের বেশি। অন্য দিকে তার নিকট প্রতিদ্বন্দ্বী ক্রিস জোনস পেয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৫৫২ ভোট।যুক্তরাষ্ট্রের গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ, সিনেটের এক-তৃতীয়াংশ আসন এবং বিভিন্ন অঙ্গরাজ্যে গভর্নর পদে ভোটগ্রহণ হয়। ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমগুলো সম্ভাব্য ফলাফল প্রকাশ করতে শুরু করেছে। এদিকে প্রতিনিধি পরিষদ ও সিনেটের বহু আসনের ফলও চলে এসেছে। আর এতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। আর পিছিয়ে আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। এ খবর লেখা পর্যন্ত ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটসরা পেয়েছে ১৬৭টি আসন। আর রিপাবলিকানরা পেয়েছে ১৯০টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে।
আরও পড়ুন
গাজায় দুর্ভিক্ষের ঘোষণা জাতিসংঘের
এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ‘কর্মী ভিসা’
মার্কিন সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল খান