সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের বিমানবন্দর ছাড়ার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষা করার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সংযুক্ত আরম আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ছয় ঘন্টা পূর্বে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।
এর আগে, ১৭ ফেব্রুয়ারি করোনা সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি (এনটিএসি) বাংলাদেশে আসার কমপক্ষে ১৪ দিন আগে সম্পূর্ণ টিকা নেয়া ভ্রমণকারীদের জন্য আগমন-পরবর্তী পরীক্ষার বাধ্যবাধকতা তুলে নেয়ার পরামর্শ দিয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম