অনলাইন ডেস্ক :
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়া মোহাম্মদ নবি এবার জায়গা হারালেন দলেও। এই অভিজ্ঞ অলরাউন্ডারকে ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসছে সিরিজের দল সাজিয়েছে আফগানিস্তান। রশিদ খানকে অধিনায়কের দায়িত্ব দিয়ে বুধবার তিন টি-টোয়েন্টির সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সবশেষ দল থেকে আনা হয়েছে ৬টি পরিবর্তন। নবি ছাড়াও বাদ পড়াদের তালিকায় আছেন কাইস আহমেদ, দারভিশ রাসুলি, মোহাম্মদ সেলিম ও উসমান গনি। বিশ্বকাপে তিন ম্যাচ খেলে ¯্রফে ১৬ রান করেন নবি। বল হাতে তার শিকার ছিল ১ উইকেট। নবির নেতৃত্বে অস্ট্রেলিয়া আসরে কোনো ম্যাচ জিততে পারেনি আফগানিস্তান। নিজের নিষ্প্রভ পারফরম্যান্সের পাশাপাশি দলের ভরাডুবির দায় নিয়েই অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন তিনি। টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা জহির খান ও রহমত শাহকে দলে ডেকেছে আফগানিস্তান। চলমান বিপিএলে ফরচুন বরিশালের হয়ে অলরাউন্ড পারফরম্যান্সে আলো ছড়িয়ে সবশেষ এশিয়া কাপের পর দলে ফিরেছেন করিম জানাত। এছাড়া ডাক পেয়েছেন আফসার জাজাই, নুর আহমেদ ও নিজাত মাসুদ। আসগর আফগানের বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া শরাফউদ্দিন আশরাফ নিজের জায়গা ধরে রেখেছেন। আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির অংশ হিসেবে এই সিরিজটি খেলবে আফগানিস্তান। এই চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছর আফগানিস্তানকে তাদের হোম ম্যাচ আয়োজনে কাঠামোগত সহায়তা দেবে আমিরাত ক্রিকেট বোর্ড। আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার হবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে পরের দুই ম্যাচ শনি ও রোববার।
আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাভিন-উল-হক, নিজাত মাসুদ, নুর আহমেদ, রহমত শাহ, শরাফউদ্দিন আশরাফ ও জহির খান।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল