January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 19th, 2023, 12:00 pm

আরাভ খানকে চেনেন না, দাবি সাবেক আইজিপি বেনজীরের

ফাইল ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইভিত্তিক স্বর্ণ ব্যবসায়ী ও পলাতক আরাভ খান ওরফে রবিউল ইসলামকে চেনেন না বলে জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সাবেক এই পুলিশ প্রধান তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে আমি ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’ নামে কাউকে চিনি না। এমনকি তার সঙ্গে আমার প্রাথমিক পরিচয়ও নেই।’

এক পুলিশ কর্মকর্তা হত্যা মামলার অন্যতম আসামি রবিউল তার সহায়তায় আইন থেকে পালাতে সক্ষম হয়েছে বলে গুজব ও অভিযোগ প্রত্যাখ্যান করা হয় তার এই বক্তব্যের মাধ্যমে, ‘আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারি ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি; কখনোই সখ্যতা নয়।’

‘আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা’ – উল্লেখ করে তিনি তার পোস্টটি শেষ করেন।

—ইউএনবি