বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত।
সোমবার (২৭ অক্টোবর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। আদালতে উপস্থিত অবস্থায় আতিকুল ইসলাম তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীনকে জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।
আতিকুল ইসলাম আদালতকে জানান, রাজনৈতিক কারণে তাকে শুধু মামলা নয়, রিমান্ডেও নেওয়া হচ্ছে। জেল হাজতে তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তার দাবি, তাকে অন্ধকারে রেখে সরকার বিচার প্রক্রিয়া পরিচালনা করছে।
সাবেক এই মেয়র আরও বলেন, তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন এবং সুষ্ঠু বিচার হলে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হবে না। তিনি মনে করেন, ব্যবসায়ী হিসেবে সততা ও যোগ্যতার কারণেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম আতিকুল ইসলামকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আজ তার উপস্থিতিতে শুনানি শেষে আদালত সিদ্ধান্ত দেন।
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। সেদিন বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় এ বছরের ১২ জুলাই নিহতের ছেলে রেদোয়ান হোসেন উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় এক হাজার
সীমান্ত থেকে শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার
ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৮ নেতাকর্মী গ্রেফতার