অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। শনিবার রাতে দোহার আল থুমামা স্টেডিয়ামে মরক্কোর কাছে শেষ আটের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোরা হেরেছে ১-০ গোলে। ৪২তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইউসেফ এন-নেসিরি। হারের পর রেফারিকে এক হাতে নিলেন পর্তুগিজ তারকা পেপে। ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপে বলেন, ‘গতকাল শনিবার মেসির অভিযোগের পর, এটা একদমই অগ্রহণযোগ্য যে আর্জেন্টাইন রেফারি বারবার আমাদের বিপক্ষে বাঁশি বাজিয়েছে। তিনি হয়তো চাচ্ছিলেনই আর্জেন্টিনাকে কাপ জিতিয়ে দিতে। আমরা অপ্রত্যাশিতভাবে গোল হজম করেছি, কিন্তু এটা আমাকে এটা বলতেই হবে, আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে। ওদের বিশ্বকাপটা দিতে দাও। ’ পপের দাবি, ব্রুনো ফের্নান্দেসকে ফাউলের জন্য নিশ্চিত পেনাল্টি পেত পর্তুগাল, ‘তিনি (রেফারি) ব্রুনোর নিশ্চিত পেনাল্টির সিদ্ধান্ত দেননি। আমাদের বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে। আমি বলছি না যে তিনি পক্ষপাতিত্ব করেছেন… কিন্তু আমরা দ্বিতীয়ার্ধে কেন খেলেছি? গোলরক্ষক পড়ে গেল। তখন শেষ বাঁশি বাজার মাত্র ৮ মিনিট বাকি। আমরা এত কষ্ট করলাম…। ’ পর্তুগাল বিদায় নেওয়ার পর বিশ্বকাপ থেকে ছিটকে গেছে আরেক পরাশক্তি ইংল্যান্ডও। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-১ ব্যবধানে হেরেছে হ্যারি কেইনরা। সেমিফাইনালে ওঠা চার দল হলো- আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, মরক্কো ও ফ্রান্স।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে