অনলাইন ডেস্ক :
লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় ঝড়ো বাতাসে স্পোর্টস ক্লাবের ছাঁদ ধসে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন। তাদের উদ্ধারে তৎপরাতা চালাচ্ছেন উদ্ধারকারীরা। রোববার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার বাহিয়া ব্লাঙ্কা শহরের মেয়র ফেদেরিকো সুসবিইয়্যেস সামাজিকযোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে মৃতের সংখ্যা নিশ্চিত করেন। আর্জেন্টিনার বুয়েনোস আইরেস প্রদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত এ শহরটি দেশের সবচেয়ে বেশি শস্য উৎপাদনকারী অঞ্চলের অন্যতম। শহরটিতে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়েছে। যার ফলে শহরের বেশ কয়েকটি অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।
প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মৃতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সহানুভূতি জানানো হয়। বিবৃতিতে স্থানীয়দের রোববার (১৭ ডিসেম্বর) সকালে ঘরে ভেতর অবস্থান করার অনুরোধ জানানো হয়। এই বিবৃতিতে রোববার (১৭ ডিসেম্বর) সকালে বাতাসের গতিবেগ বেড়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটারে পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়।

আরও পড়ুন
আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল: কেউ করছেন দোয়া, কারও চোখে পানি
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের