অনলাইন ডেস্ক :
চিলি ও কলম্বিয়ার বিরুদ্ধে আগামী মাসে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে ইনজুরির কারণে খেলতে পারছেন না অধিনায়ক লিওনেল মেসি। এই সুযোগে সোমবার কোচ লিওনেল স্কালোনি নতুন করে তারকা স্ট্রাইকার পাওলো দিবালাকে দলে অন্তর্ভূক্ত করেছেন। জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন মেসি। তারপর থেকে ইন্টার মিয়ামির হয়ে ক্লাব ফুটবলে এখনো মাঠে নামতে পারেননি। রোমা ফরোয়ার্ড দিবালা ২০২৩ সালের মার্চের পর থেকে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
মেসির অনুপস্থিতিতে দেড় বছর পর আবারো জাতীয় দলে ফেরার সুযোগ পেলেন দিবালা। মেসি ছাড়াও অভিজ্ঞ উইঙ্গার এ্যাঞ্জেল ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ায় তাকেও দলে পাচ্ছেনা স্কালোনি। এই মুহূর্তে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ^কাপ বাছাইপর্বের টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১০ দলের এই বাছাইপর্ব থেকে ছয়টি দল সরাসরি ২০২৬ বিশ^কাপে খেলার সুযোগ পাবে। আগামী ৬ সেপ্টেম্বর চিলি ও চারদিন পর কলম্বিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল।
আরও পড়ুন
টেস্ট ক্রিকেট: মরণদশা থেকে বাঁচানোর উপায় কী
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?