অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে কয়েকদিন পরই মাঠে নামছে ল্যাতিন আমেরিকার দেশগুলো। কভিড পরিস্থিতির কারণে সামনের আন্তর্জাতিক সূচিতে দক্ষিণ আমেরিকার ফুটবলারদের ছাড়বেই না ইংলিশ ক্লাবগুলো। নিজ নিজ ক্লাবের নির্দেশ উপেক্ষা করে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কয়েকজন তারকা। তবে ব্রাজিলের খেলোয়াড়রা ক্লাব ছাড়ছেন না। প্রিমিয়ার লিগের বাধায় আটকা পড়েছেন ব্রাজিল দলের ৯ তারকা। তারা হলেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার, ম্যানচেস্টারের গোলরক্ষক এডারসন মোরায়েস, চেলসির ডিফেন্ডার থিয়াগো সিলভা, লিভারপুলের ফাবিনহো, ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড। এ ছাড়া লিডস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও এভারটনের স্ট্রাইকার রাফিনহা, ফিরমিনো, জেসুস ও রিচার্লিসনরা খেলতে পারছেন না বিশ্বকাপ বাছাইয়ে। আগামী ৩ সেপ্টেম্বর ভোরে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা। ১০ সেপ্টেম্বর ভোরে পেরুর বিপক্ষে খেলতে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন
শততম ম্যাচ উদযাপনে নেমে ইনজুরি, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার
নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন
রিশাদের দখলে ‘ফজল মাহমুদ’ ক্যাপ, যা বলছেন অধিনায়ক আফ্রিদি