February 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 5th, 2025, 3:39 pm

আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার টন গম

অনলাইন ডেস্ক:
আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২০০ টন গম কিনেছে সরকার। গম নিয়ে এমভি ইলিপিডা জিআর নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

বুধবার খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
এতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে এসব গম কেনা হয়েছে। পুরো গমের মধ্যে ৩০ হাজার ১২০ টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।