অনলাইন ডেস্ক :
বিশ্বকাপ বিরতির আগে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলার পরদিনই জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে পৌঁছান আর্জেন্টিনা অধিনায়ক। কাতার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী বুধবার আবু ধাবিতে আমিরাতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসির আগে সোমবার দলের সঙ্গে যোগ দেন আনহেল দি মারিয়া ও তার ইউভেন্তুস সতীর্থ লেয়ান্দ্রো পারেদেস এবং লিওঁর ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোও। ২৬ জনের স্কোয়াডের ১৩ জন এরইমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এমিলিয়ানো মার্তিনেস, পাওলো দিবালাসহ বাকি ১৩ জন দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। যদিও প্রথম অনুশীলন সেশনে তাদের পাওয়ার সম্ভাবনা কমই। আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলার পর কাতারে উড়াল দেবে আর্জেন্টিনা দল। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দুবারের সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি