অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ চারে পৌঁছে আর্জেন্টিনা। গত শুক্রবার রাতে লুসাইল আইকনিক স্টেডিয়ামে টাইব্রেকারে ডাচদের ৪-৩ গোলে হারায় লিওনেল মেসির দল। ওই ম্যাচে রেফারি অ্যান্টোনিও মাতেউ লাহোজের কারণে একটি রেকর্ডও হয়। ১৮টি হলুদ কার্ড দেখান তিনি, যা বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ। রেকর্ড করা সেই রেফারিকে বাড়িতে পাঠিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে রেফারির সমালোচনা করেছিলেন লিওনেল মেসি। এই তারকা বলেছিলেন, ‘আমি কিছু বলতে চাই না, বললে শাস্তি পেতে হবে। কিন্তু আমার মনে হয়, এমন রেফারিকে এ ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না ফিফার। তিনি এর যোগ্যই না। ’পরে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের পক্ষে ওই স্প্যানিশ রেফারির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয় ফিফার কাছে। শনিবার ফিফার শৃঙ্খলা কমিটি এটি নিয়ে বৈঠক করে সিদ্ধান্তে উপনীত হয় যে, বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে ম্যাতেও লাহোজকে আর কোনো দায়িত্ব দেওয়া হবে না।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে