January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 15th, 2023, 8:31 pm

আর্টসেলের অ্যালবাম আসছে ১৭ বছর পর

অনলাইন ডেস্ক :

দেশের জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল। দলটি দীর্ঘ ১৭ বছর পর অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। অ্যালবামের নাম ‘অতৃতীয়’। জানা গেছে, ৯টি গান নিয়ে সাজানো হয়েছে আর্টসেলের এই অ্যালবামটি। ২০০২ সালে ‘অন্য সময়’ শিরোনামের প্রথম অ্যালবাম প্রকাশ করে আর্টসেল। দলটি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করতে সময় নেন চার বছর। ২০০৬ সালে দলটি প্রকাশ করে অ্যালবাম ‘অনিকেত প্রান্তর’। তাদের উভয় অ্যালবামই শ্রোতা ও সমালোচক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। এরপরও তৃতীয় অ্যালবাম প্রকাশ করতে দলটি সময় নিলেন ১৭ বছর। ব্যান্ডেন লিডার জর্জ লিংকন ডি কস্টা জানান, ২৩ ফেব্রুয়ারি ‘গান’ অ্যাপে গানগুলো প্রকাশ পাবে অ্যালবামটি। এরপর মার্চের ৯ তারিখ জি সিরিজের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে এটি। গানগুলোর কথা, সুর ও সংগীত করেছেন ব্যান্ড সদস্যরা। লাইনআপেও পরিবর্তন এসেছে। আর্টসেলের বর্তমান লাইনআপ: লিড ভোকালিস্ট ও গিটারিস্ট হিসেবে আছেন লিংকন ডি কস্টা, লিড গিটারে ইকবাল আসিফ জুয়েল ও কাজী ফয়সাল আহমেদ, ড্রামে কাজী সাজ্জাদুল আশেকীন, বেস গিটার সাইফ আল নাজি।