July 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 7th, 2025, 5:44 pm

আর্থিক সহায়তা নয়, ফরিদার পরিবার চায় উন্নত চিকিৎসার দায়িত্ব নিক রাষ্ট্র

ফরিদা পারভীন/ ফাইল ফটো

 

দীর্ঘদিন ধরেই কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন বাউল সংগীতের জীবন্ত কিংবদন্তি, একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফরিদা পারভীন। এর আগে দুইবার তাকে আইসিইউতে নেওয়া হয়। ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়েছে এই গুণী শিল্পীকে।

তাঁর এই অসুস্থতা যেন কেবল একজন শিল্পীর শরীরের দুর্বলতা নয়-এ যেন বাংলা গানের এক প্রিয় কণ্ঠের স্তব্ধ হয়ে যাওয়া। কিন্তু তবুও, এই দুঃসময়ে আর্থিক সহায়তার কথা উচ্চারণ করেননি তিনি। বরং হাত জোড় করে চেয়েছেন-সবাই যেন তার জন্য দোয়া করে।

এদিকে, হঠাৎ করেই ফরিদা পারভীনের অনেক শুভাকাঙ্খীই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে আসছিলেন, আর্থিক সঙ্কটের কারণে ফরিদা পারভীনের চিকিৎসা হচ্ছিল না। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি একেবারেই অস্বাীকার করেছেন শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি।

অসুস্থ ফরিদা পারভীন/ ছবি ফেসবুক থেকে সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে নোমানি বলেন, আপনারা অনেকই অবগত আছেন যে আমাদের আম্মা, কণ্ঠশিল্পী ফরিদা পারভীন বেশ কিছুদিন শারীরিক অসুস্থতায় ভুগছেন। আমরা নানা মাধ্যম থেকে জানতে পেরেছি যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার নাম ব্যবহার করে তার চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি অনুদান সংগ্রহের চেষ্টা করছে। তার চিকিৎসার জন্য কোনো ধরনের আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই এবং এ ধরনের কোনো আবেদন আম্মা বা আমাদের পক্ষ থেকে করাও হয়নি। তার প্রয়োজনীয় সকল চিকিৎসা যথাযথভাবে চলছে, আলহামদুলিল্লাহ। সবাইকে এসকল প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিমের সঙ্গে আজ (৭ জুলাই) সোমবার সকালে যোগাযোগ করা হয়। ফরিদা পারভীনের চিকিৎসা বিষয়ে তিনি বলেন, তার (ফরিদা পারভীনের) চিকিৎসা নিয়ে বিভিন্ন ধরনের কথা আমিও শুনছি। অর্থের অভাবে আমরা চিকিৎসা করাতে পারছি না বিষয়টি এমন নয়। তার প্রয়োজন উন্নত চিকিৎসা। এ জন্য বিদেশে নেওয়া জরুরি। আমরা সরকারের কাছে এ সংক্রান্ত সহায়তা চাই।

ফরিদা পারভীন/ ফাইল ফটো

তিনি আরও বলেন, আমি বারবার বলার চেষ্টা করছি, বিদেশে তার চিকিৎসা করানো হোক। এ ব্যাপারে আমি সরকারের সহযোগিতা চাচ্ছি। সরকারই এ ব্যাপারে উদ্যোগী হয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুক। কারণ তিনি (ফরিদা পারভীন) দেশের জাতীয় সম্পদ। তাই সরকারকেই তার উন্নত চিকিৎসার ব্যাপারে সচেষ্ট হতে হবে।

বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে ফরিদা পারভীনের। বিষয়টি জানিয়ে শিল্পীর স্বামী বলেন, আমি চাই দেশের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হোক। তার কী কী সমস্যা দেখা দিয়েছে তা শনাক্ত করা হোক। বলা হচ্ছে তার জন্য মেডিকেল বোর্ড বসানো হয়েছে। তা ঠিক, তবে তা শুধু ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে। আমার চাওয়া দেশের অন্যান্য হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডটি গঠন করা হোক।

এনএনবাংলা/আরএম