অনলাইন ডেস্ক :
নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। আর এতেই চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটির। এ নিয়ে শেষ ছয় মৌসুমে পঞ্চম লিগ শিরোপা ঘরে তুললো সিটিজেনরা। প্রিমিয়ার লিগ জয়ে সিটির সামনে এখন ট্রেবল জয়ের সম্ভাবনা আরও জোড়ালো হয়েছে। লিগ শেষ হওয়ার পর এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অপেক্ষা করছে সিটির সামনে। টানা দুই পরাজয়ে মিকেল আর্তেতার আর্সেনালের লিগ শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে যায়। হাতে রয়েছে আর মাত্র একটি ম্যাচ।
অন্যদিকে গানারদের তুলনায় চার পয়েন্ট এগিয়ে থাকা সিটিজেনদের হাতে রয়েছে এখনো তিনটি ম্যাচ। ম্যাচের ১৯ মিনিটে গোল হজম করে আর্সেনাল। তাইয়ো আয়োনির গোলে লিড পায় নটিংহ্যাম ফরেস্ট। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে আর্সেনাল। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। বিরতিতে থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে গানাররা। ম্যাচের ৬১ মিনিটে ভালো সুযোগ তৈরি করে। তবে গোল পেতে ব্যর্থ হয় তারা, শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত