অনলাইন ডেস্ক :
ভূমধ্যসাগরে জেট স্কিইংয়ের সময় আলজেরিয়ার উপকূলরক্ষীদের গুলিতে প্রাণ হারিয়েছেন মরক্কোর দুই নাগরিক। মরক্কোর উত্তর-পূর্ব প্রান্তে সাইদিয়ার সমুদ্র সৈকতের কাছে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শীর বরাতে লি৩৬০ নিউজ ওয়েবসাইট বলছে, নিহত বিলাল কিসি এবং আবদেলালি মারচাউয়ার দুজনেই ফরাসি-মরক্কোর দ্বৈত নাগরিক। স্কিইংয়ের সময় তারা সমুদ্রসীমা অতিক্রম করেছিল। লি৩৬০ নিউজ ওয়েবসাইট আরও জানায়, স্মাইল স্নাবে নামে আরেক ফরাসি-মরক্কোর দ্বৈত নাগরিককে সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে গ্রেপ্তারের পর বুধবার আদালতে তোলে আলজেরিয়া কর্তৃপক্ষ।
নিহত একজনের ভাই মোহাম্মদ কিসির বলেন, ‘ছুটি থাকায় গত মঙ্গলবার আমরা চারজন স্কিইং করছিলাম। একসময় আমরা হারিয়ে যাই। বুঝতে পারছিলাম যে আমরা আলজেরিয়ায় ঢুকে পড়েছি। কারণ একটি কালো আলজেরিয়ান ডিঙ্গি আমাদের দিকে এসে গুলি চালায়।’ তিনি বলেন, ‘পাঁচটি গুলি আমার ভাই এবং আমার বন্ধুর শরীরে লেগেছে। আমার অন্য বন্ধু আহত হয়েছে। আমরা হারিয়ে গিয়েছিলাম। আমাদের জ¦ালানি শেষ হয়ে গিয়েছিল।
পরে মরক্কোর নৌবাহিনী আমাকে উদ্ধার করে।’ ঘটনাটি পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চল নিয়ে আলজেরিয়া এবং মরক্কোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ঘটলো। উত্তর আফ্রিকার এই দুই দেশের মধ্যে ১৯৯৪ সাল থেকে সীমান্ত বন্ধ রয়েছে। মরক্কোর বিরুদ্ধে ‘বিদ্বেষমূলক কাজ’ করার অভিযোগ এনে ২০২১ সালে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলজেরিয়া। গত বৃহস্পতিবার গুলি চালানোর বিষয়ে জানতে চাওয়া হলে মরক্কো সরকারের মুখপাত্র মুস্তাফা বাইতাস মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বলেন, এটি বিচার বিভাগের বিষয়। অন্যদিকে আলজেরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি
আরও পড়ুন
পুরুষের ১৭, নারীর ২২ মিনিট আয়ু কেড়ে নেয় প্রতিটি সিগারেট
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা: সেদিন আসলে কী ঘটেছিল?
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৭৭