অনলাইন ডেস্ক :
গত শনিবার রাতে নটিংহ্যাম ফরেস্টের কাছে আর্সেনালের হারের পরই ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় নিশ্চিত হয়েছিল। এটি তাদের টানা তৃতীয় শিরোপা। ট্রফি নিশ্চিত হলেও সিটির বাকি ছিল আরো তিনটি ম্যাচ। শিরোপা নিশ্চিত হওয়ার পর সোমবার রাতেই প্রথম খেলতে নামে সিটি। সেই ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। ঘরের মাঠ ইতিহাদে নিয়মিত তারকাদের বাইরে রেখে শুরুর একাদশ সাজান গার্দিওলা।
আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইন, জন স্টোনস, রদ্রিরা নামেন বদলি হিসেবে। জ্যাক গ্রিলিশ, ইকেয় গুন্দোগান, বের্নারদো সিলভা, অ্যাডারসনরা তো মাঠেই নামেননি। শুরুর একাদশে জায়গা হয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের। তিনিই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন। দ্বাদশ মিনিটে কোল পালমারের কাছ থেকে বল পেয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন আলভারেজ। আরো একটি গোলও পেতে পারতেন তিনি।
কিন্তু বিল্ড আপে হ্যান্ডবল হওয়ায় বাতিল হয়েছে সেটি। ৭৪তম মিনিটের বদলি হিসেবে নেমেছিলেন ‘গোল মেশিন’ হালান্ড। তবে লিগে রেকর্ড ৩৬ গোলের সংখ্যাটা অবশ্য বাড়াতে পারেননি। এই জয়ের পর ৩৬ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। সিটির জয়ের পর তাদের হাতে ট্রফি তুলে দিয়েছে ইপিএল কর্তৃপক্ষ।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত