জেলা প্রতিনিধি:
আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) আলহাজ্ব মুহাম্মদ মুহসিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী, মহাসচিব আলহাজ্ব আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা, এবং অন্যান্য নেতৃবৃন্দ শোকবার্তায় উল্লেখ করেন, জনাব মুহসিন (রা.) ছিলেন সুন্নীয়তের একজন নিবেদিত প্রাণ। তিনি সিলসিলায়ে আলীয়া কাদেরীয়ার তথা সিরিকোট দরবারের খেদমতে অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন।
দীর্ঘ ৪৬ বছর ধরে আঞ্জুমানের সেবা করে আসা মুহাম্মদ মুহসিন ইন্তিকালের পূর্বক্ষণ পর্যন্ত তার খেদমত অব্যাহত রেখেছিলেন। তরিক্বতের পাশাপাশি সুন্নীয়ত প্রতিষ্ঠায় তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “ধর্মীয় সকল কর্মকাণ্ডে তার আর্থিক ও কর্মসূচিতে অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি সুন্নীয়তকে প্রাতিষ্ঠানিক রূপদান করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন।”
২৫ সেপ্টেম্বর ২০২৪ সালে তিনি মৃত্যুবরণ করেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
আরও পড়ুন
সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোনের অংশীজনের সভা অনুষ্ঠিত
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে