January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 17th, 2022, 9:36 pm

আ’লীগ ক্ষমতায় না থাকলে নিত্যপণ্যের জন্য রাজপথে মারামারি হতো: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায় না থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য রাজপথে মারামারি হতো।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় (নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম) কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অন্য কেউ ক্ষমতায় থাকলে রাজপথে মারামারি হতো।’

২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কন্ফারেন্সে যোগ দেন।

তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতি মন্দার মধ্য দিয়ে যাচ্ছে বলে জনগণের অর্থ ব্যয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বের সব দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী নিত্যপণ্যের দাম, মুদ্রাস্ফীতি বাড়ছে।

তিনি আরও বলেন, এগুলোর প্রভাব আমাদের ওপরও দৃশ্যমান হবে। আমদানি পণ্যের দাম বাড়ানো হয়েছে। যেখানে যুদ্ধ চলছে সেখানে পরিবহন খরচ (নৌযান ভাড়া) বাড়ানো হয়েছে, উৎপাদন কমেছে।

তিনি আবারও জনগণকে সবকিছু ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হয়েছে, এটা জনগণকে জানাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সরকার দেশের উর্বর জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনা অর্থনীতির ওপর অপ্রয়োজনীয় চাপ এড়াতে অবিলম্বে প্রয়োজনীয় প্রকল্পগুলো বাস্তবায়নে অগ্রাধিকার নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

—ইউএনবি