May 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 10th, 2025, 12:19 am

আ’লীগ নিষিদ্ধসহ ৩ দাবিতে বিকেল ৩টা থেকে গণজমায়েত

 

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে আজ শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকেল ৩টা থেকে এ গণজমায়েত শুরু হবে। শুক্রবার রাত ১১টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দেন।

এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের তিন দফা দাবি ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধসহ এসব দাবিতে এখন পর্যন্ত ২৫ ঘণ্টা হতে চললো। এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

তিনি বলেন, আমাদের শাহবাগের অবস্থান কোনো দলের না এটা জুলাই জনতার। আওয়ামী লীগের সময়ে যারা জুলুমের শিকার, পিলখানার হত্যাযজ্ঞ, শাপলা হত্যাযজ্ঞ, খুনসহ সব নির্যাতনের শিকার হওয়াদের নিয়ে সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে গণজমায়েত হবে।

আজ শনিবার বিকেল ৩টায় শাহবাগে এই গণজমায়েত হবে। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় যেসব পয়েন্টে গণজমায়েত ছিল আগামীকালও সেসব পয়েন্টে গণজমায়েত হবে। আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে যারা এ দেশ বর্গা নিয়ে শাসন করেছে তাদের বিরুদ্ধে।

এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে শাপলা, পিলখানাসহ প্রতিটি হত্যাযজ্ঞের বিচার করতে হবে। দেশের মানুষের ওপরে গণহত্যার দায় চাপিয়ে দিয়েছিল তাদের দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। অবশ্যই ট্রাইব্যুনালে দলগতভাবে আওয়ামী লীগের বিচারের ধারা আনতে হবে। আমরা জুলাই ঘোষণা চাই।

তিনি বলেন, আর গড়িমসি না করে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। দাবি আদায় না হলে দিনের পর দিন থাকতে হতে পারে প্রতিটি পয়েন্টে। তবুও আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া ঘরে ফিরবো না। শাহবাগে আমাদের অবস্থান কোনো দলের না, এটা জুলাই জনতার।
তিন দফা দাবি
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
২.আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।
৩.জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।