January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 23rd, 2022, 7:35 pm

আলোচনায় সালমান খানের নতুন গান

অনলাইন ডেস্ক :

বলিউডে ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খান। তার অভিনীত সিনেমা বরাবরই বক্স অফিসে ঝড় তুলে। এবার তিনি মডেল হয়েছেন একটি মিউজিক ভিডিওতে। গানটিতে সুর দিয়েছেন গুরু রান্ধাওয়া। গেয়েছেনও তিনি। সঙ্গে সালমান খানের বান্ধবী লুলিয়া ভান্তুর। সর্বশেষ ‘নাচ মেরি রানি’ মুক্তির রেশ না কাটতেই নতুন গান নিয়ে এলেন গুরু। এর শিরোনাম ‘ম্যা চালা’। সালমান খান এবং প্রজ্ঞা জয়সওয়াল অভিনীত বহু প্রতীক্ষিত গানটি অবশেষে মুক্তি পেয়েছে। গত শনিবার টি-সিরিজ অফিসিয়াল ইউটিউবে প্রকাশ পায় এটি। গানটি রোমান্টিক ধাঁচের। যেখানে তাদের রোমান্টিক দৃশ্যে দেখা যাবে। প্রকাশের এক ঘণ্টার মধ্যে, গানটি ইউটিউবে ১১ লাখেরও বেশি ভিউ পেয়েছে এবং প্রতি সেকেন্ডে ভিউ দ্রুত বেড়েই চলেছে। বুঝাই যাচ্ছে ভাইজানের গানের জন্য ভক্তরা কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। মিউজিক ভিডিওতে, সালমানকে একটি পাঞ্জাবি লুকে দেখা গেছে। পাঠানি কুর্তা, পাগড়ি এবং একটি শিখ লকেট পরা অবস্থায় তিনি হাজির হয়েছেন। প্রজ্ঞা একটি ঐতিহ্যবাহী শাড়ি পরিধান করে এসেছেন। এ গানে তাদের প্রেমের রসায়ন নজর কাড়ছে ভক্তদের। ভক্তরা গানটির সুর পছন্দ করছে এবং মন্তব্য বিভাগে তাদের ভালবাসা প্রকাশ করছে। একজন মন্তব্য করেছেন, ‘গুরু রনধাওয়ার প্রশান্ত কণ্ঠস্বর এবং সালমান খানের অভিব্যক্তি এই মাস্টারপিসটিকে অন্য স্তরে নিয়ে যাচ্ছে।’ অন্য এক ভক্ত গুরুর কণ্ঠকে ওষুধের সাথে তুলনা করেছেন এবং লিখেছেন, ‘তার কণ্ঠ যে কাউকে নিরাময় করতে পারে’।