২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে আজ শুক্রবার (১০ অক্টোবর)। বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলো থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এ বছরের বিজয়ীর নাম।
এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ৩৩৮ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে।
কিভাবে নির্বাচিত হন বিজয়ী
শান্তিতে নোবেল বিজয়ী বেছে নেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি, যা পাঁচ সদস্য নিয়ে গঠিত। নরওয়ের পার্লামেন্ট রাজনৈতিক দলগুলোর সুপারিশের ভিত্তিতে এই সদস্যদের নিয়োগ দেয়।
আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইল অনুযায়ী, পুরস্কারটি দেওয়া হয় “যে ব্যক্তি জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব বৃদ্ধিতে, স্থায়ী সেনাবাহিনী বিলোপ বা হ্রাসে এবং শান্তি সম্মেলনের আয়োজন ও প্রচারে সর্বোচ্চ অবদান রেখেছেন”— তাকে।
কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন জানিয়েছেন, “নোবেল পুরস্কার সব সময় বর্তমান বিশ্ব প্রেক্ষাপট বিবেচনা করেই মূল্যায়ন করা হয়।” সচিব আলোচনায় অংশ নিলেও ভোটাধিকার রাখেন না।
মনোনয়ন প্রক্রিয়া
নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন দিতে পারেন বিশ্বের হাজারো যোগ্য ব্যক্তি— যেমন সরকার ও সংসদের সদস্য, রাষ্ট্রপ্রধান, ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও দর্শনের অধ্যাপক, এবং আগের নোবেল শান্তি বিজয়ীরা।
প্রতি বছর ৩১ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়। এরপর কমিটি প্রাথমিক আলোচনার মাধ্যমে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। প্রতিটি প্রার্থী সম্পর্কে বিশেষজ্ঞ ও উপদেষ্টাদের মাধ্যমে বিশ্লেষণ শেষে প্রতি মাসে একবার বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণত ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হয়, তবে প্রয়োজনে ভোটের মাধ্যমেও সিদ্ধান্ত হয়।
যাদের নাম প্রকাশ পেয়েছে
যদিও সম্পূর্ণ মনোনীতদের তালিকা গোপন রাখা হয়, অনেক মনোনয়নদাতা তাদের প্রস্তাব প্রকাশ করেন। প্রকাশিত নামগুলোর মধ্যে রয়েছে—
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)
ন্যাটো
হংকংয়ের বন্দী কর্মী চাউ হ্যাং-তুং
কানাডার মানবাধিকার আইনজীবী ইরউইন কটলার
এছাড়া কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারা জানিয়েছেন যে তারা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন। তবে এসব মনোনয়ন সময়সীমা পেরিয়ে জমা দেওয়ায় সেগুলো ২০২৫ সালের নয়, ২০২৬ সালের পুরস্কারের জন্য বিবেচিত হবে না।
ট্রাম্পের সম্ভাবনা কী?
নোবেল বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প তখনই শান্তিতে নোবেল পেতে পারেন, যদি তিনি তার নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনেন। বর্তমানে তার কার্যক্রম বিশ্বব্যবস্থাকে দুর্বল করছে বলে কমিটি তা ইতিবাচকভাবে দেখে না। বরং মানবিক সংস্থা, সাংবাদিক বা জাতিসংঘের কোনো প্রতিষ্ঠান এবার পুরস্কার পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নোবেল কমিটি সব সময়ই কোনো না কোনো চমক উপহার দেয়।
বিজয়ী যা পাবেন
বিজয়ী হাতে পাবেন একটি স্বর্ণপদক এবং এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)। আগামী ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে এই সম্মানজনক পুরস্কার।
এনএনবাংলা/
আরও পড়ুন
ডোনাল্ড ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান মারা গেছেন
ফিলিপাইনে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা