August 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 23rd, 2025, 2:22 pm

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ:) এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

শহীদ আল্লামা দেলোয়ার হোসান সাঈদী (রহ.) এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিদ্দিকীকা জামেয়া- মাদানিয়া ট্রাস্ট খুলনার আয়োজনে তার জীবন ও কর্ম   আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (২৩ আগস্ট) দুপুর ১২ টায়  শহরের সিদ্দিকীয়া কামিল মদ্রাসায় হাজী শেখ আব্দুর রশিদ মিলনায়তনে   এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিদ্দিকীয়া জামেয়া – ই- মাদানিয়া ট্রাস্টের চেয়ারম্যান শামীম সাঈদী। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তব্যে বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন বাংলাদেশের জন্য অফুরন্ত এক সম্পদ। যখন মাহফিলে কিতসা কাহিনি ছিলো তখন তিনি কোরআন থেকে তাফসীর করতেন। বাংলাদেশের প্রতি প্রান্তে মানুষ তাকে চিনতেন। তিনি যখন বেশি পরিচিত হলেন তখন তিনি ততো বেশি বিনয়ী হলেন। আল্লামা সাঈদী সেই ব্যাক্তি যাকে ভালোবেসে মানুষ চোখের পানি ফেলছেন। আবার এক শ্রেনীর মানুষ তাকে হত্যা করছেন এবং তারা সফল ও হয়েছেন। রাসুল ( স:) এর নির্দেশিত জীবনটা হচ্ছে আল্লামা সাঈদীর জীবন

ইচ্ছে করলে আরাম আয়েশের জীবন বেছে নিতে পারতেন কিন্তু তিনি তা নেননি।  তিনি ছিলেন কোরআনের পাখি, ইসলামের এক নিবেদিতপ্রাণ দায়ী। ফ্যাসিস্ট ও স্বৈরশাসক সরকারের আমলে তাকে মিথ্যা মামলায় কারাবন্দী রাখা হয়েছিল। চাঁদপুরেও দেলোয়ার হোসেন সাঈদীসহ জামায়াতের শীর্ষ নেতাদের নামে মামলা হয়েছিলো। পরে সেই মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে। অথচ তিনি সারাজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণের কথাই বলেছেন।

তিনি আরও বলেন, আল্লামা সাঈদী কোরআন ও হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয়তা সর্বদা তুলে ধরেছেন। ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর কর্মতৎপরতা দেশের মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

আলোচনা সভায় অন্যান্য বক্তারাও আল্লামা সাঈদীর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর তাফসির, দাওয়াতি কার্যক্রম ও নির্ভীক বক্তব্য লক্ষ কোটি মানুষের হৃদয়ে ইসলামী চেতনার আলো ছড়িয়ে দিয়েছে। জাতির ইতিহাসে আল্লামা সাঈদীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্দিকীয়া জামেয়া – ই- মাদানিয়া ট্রাস্টের ভারপ্রাপ্ত  সেক্রেটারি এস এম আজিজুর রহমান  সঞ্চালনায় ছিলেন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার  আরবি বিভাগের  সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন দারুল কুরআন সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি শেখ আসাদুর রহমান প্রধান আলোচক ছিলেন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী, অনন্য দের মধ্যে বক্তব্য রাখেন মহিলা শাখার শিক্ষিকা শাকিলা উম্মে নূর,সহকারী মাওলানা আব্বুর রাজ্জাক,  সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম।

 

মাসুম বিল্লাহ ইমরান

খুলনা