মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা-৩, মুরাদনগর আসনের জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ইউসুফ হাকিম সোহেল বলেছেন, সংবিধানে কোরআন-সুন্নাহর আইন চালু করতে হবে।পাশাপাশি আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন বাংলাদেশে চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কুমিল্লার মুরাদনগর উপজেলা ১০ নং যাত্রাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর) রাতে যাত্রাপুর সমাজ কল্যান পাঠাগারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজও জীবন বাজি রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন-সুন্নাহর আইন বাংলাদেশে প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের যাত্রাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মোঃ আব্দুল মোমেন। বিশেষ অতিথি জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা আমীর মাওলানা আবু নছর মোহাম্মদ ইলিয়াস, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মুরাদনগর সভাপতি আবু বকর খাঁন, সেক্রেটারি মোঃ খোরশেদ, সমাজ কল্যান পাঠাগার মোঃ আবু ইউসুফ খাঁন, উপজেলা যুব বিভাগের সভাপতি শাহ জালাল, উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করেন যাত্রাপুর ইউনিয়ন আমীর শাহাবুদ্দিন প্রমুখ।
বিশেষ অতিথি উপজেলা আমীর আবু নছর মোহাম্মদ ইলিয়াস বলেন, বাংলাদেশকে জামায়াতে ইসলামী দখলদারি, চাঁদাবাজ ও দূর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। এদেশের মানুষ ক্রমেই ইসলামের দিকে আসছে যা অব্যাহত রয়েছে। কর্মী সম্মেলনে জনতার ঢল নেমেছে। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মনে ব্যাপক উৎসাহ সঞ্চার হয়েছে। কর্মী সম্মেলনে শেষে যাত্রাপুর বাজারে একটি গণ মিছিলে করেছেন।

আরও পড়ুন
অতিরিক্ত ভাড়ায় জিম্মি যাত্রীরা, ক্ষোভ চরমে কুমিল্লা–মিরপুর সড়কে ভাড়া নৈরাজ্য
ধানের শীষকে বিজয়ী করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার রংপুর মহানগর ও সদর বিএনপির
জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মন্ডল ও মমিনুল ইসলাম পরিবারে শোকের মাত