অনলাইন ডেস্ক:
আল্লাহর কাছে সত্যের ওপর অবিচলতা চেয়ে দোয়া করা মুমিনের কর্তব্য। বিশেষত জীবনের সব ক্ষেত্রে তাঁর বিশেষ অনুগ্রহ ও সাহায্য চাইতে হবে। এ বিষয়ে পবিত্র কোরআনে একটি দোয়া বর্ণিত হয়েছে। তা হলো-
رَبِّ ادْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَ اَخْرِجْنِى مُخْرَجَ صِدْقٍ وَ اجْعَلْ لِي مِن لَدُنْكَ سُلْطَنَا نَصِيرًا
অর্থ : ‘হে আমার রব, আমাকে প্রবেশ করান কল্যাণের সঙ্গে এবং আমাকে বের করুন কল্যাণের সঙ্গে।
আর আমাকে আপনার পক্ষ থেকে দান করুন সাহায্যকারী শক্তি।’ (সুরা বনি ইসরায়েল, আয়াত : ৮০)
অন্য আয়াতে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও সুপথের দিশা চেয়ে দোয়া করা হয়েছে। তা হলো-
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
অর্থ : ‘হে আমাদের রব, আমাদের প্রতি আপনার নিকট থেকে বিশেষ রহমত নাজিল করুন এবং আমাদের জন্য কল্যাণকর পথের ব্যবস্থা করে দিন।’ (সুরা কাহাফ, আয়াত : ১০)
আরও পড়ুন
বেবি পাউডারে ক্যান্সারের উপাদান, জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা
সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ