Sunday, November 2nd, 2025, 2:54 pm

‘আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি’— ট্রাইব্যুনালকে ইনু

 

জাসদ সভাপতি হাসানুল হক ইনু নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার বলে দাবি করেছেন। তিনি বলেন, আমি রাজনৈতিক আক্রোশের শিকার। গায়েবি মামলার ঝড়ে আক্রান্ত। আল্লাহর পরে আপনি (বিচারক) বিচারকারী, আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।

রোববার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রক্রিয়া শুরু করার সময় ইনু এ মন্তব্য করেন।

জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাসহ আটটি অভিযোগের ভিত্তিতে জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে দোষ স্বীকার করবেন কি না—এমন প্রশ্নের জবাবেই তিনি এই বক্তব্য দেন।

এদিন ট্রাইব্যুনাল কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ দলটির চার নেতার বিচার শুরুর নির্দেশ দেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হানিফের মামলার ওপেনিং স্টেটমেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর, আর ইনুর মামলার জন্য ৩০ নভেম্বর।

আদালতে ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে দুইটি বিস্তারিতভাবে পড়া হয়। ট্রাইব্যুনাল জানায়, কিছু অভিযোগ একই ধরনের হওয়ায় বাকি ছয়টি পুনরাবৃত্তি এড়াতে পড়া হবে না।

এ সময় ইনুকে দাঁড়াতে বলা হলে তিনি বলেন, আমি সব অভিযোগ শুনিনি।

চিফ প্রসিকিউটর তখন জানান, উনাকে চার্জের কপি দিলে উনি পড়তে পারবেন।

ইনু বলেন, আমি ট্রাইব্যুনালের কিছু কথা শুনেছি, বাকিগুলো আমার আইনজীবীর মাধ্যমে জেনেছি। বুঝতে পারছি, আমার আবেদনটি ট্রাইব্যুনাল গ্রহণ করেনি।

এর জবাবে ট্রাইব্যুনাল বলে, হ্যাঁ, আপনার আবেদনটি আমরা রিজেক্ট করেছি। এখন বলুন, আপনি দোষ স্বীকার করছেন কি না।

তখন ইনু বলেন, আমি কয়েকটা কথা বলে উত্তর দিতে চাই।

ট্রাইব্যুনাল জানায়, এ সুযোগ নেই। আপনি আইনজীবী নিয়োগ করেছেন, যা বলার উনি বলবেন।

পরে ইনু বলেন, প্রধান উপদেষ্টা দু’বার বলেছেন দেশে গায়েবি মামলা হচ্ছে। আইন উপদেষ্টাও এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। সিএমএম কোর্টে আমার বিরুদ্ধে ৬০টি মামলা চলমান। আমি রাজনৈতিক আক্রোশের শিকার, গায়েবি মামলার ঝড়ে আক্রান্ত। আল্লাহর পরে আপনি বিচারকারী, আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।

এনএনবাংলা/