December 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 21st, 2025, 6:26 pm

আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন: ফিল্ড মার্শাল আসিম মুনির

 

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, বিশ্বে ৫৭টি ইসলামী দেশ থাকা সত্ত্বেও ‘আল্লাহ পাকিস্তানকে হারামাইন শরীফাইন—মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন’।

রোববার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় উলেমা সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ফিল্ড মার্শাল মুনির তার বক্তব্যে পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে প্রায় ১৪০০ বছর আগে সৌদি আরবে প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের সাদৃশ্য তুলে ধরেন। তিনি বলেন, “উভয় রাষ্ট্রই একই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। দুটিই রমজান মাসে প্রতিষ্ঠা লাভ করে এবং উভয়ের প্রতিষ্ঠায় হিজরতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

জিহাদ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ইসলামী দেশে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ জিহাদের নির্দেশ দিতে পারে না। মুনিরের ভাষায়, “রাষ্ট্রীয় কর্তৃপক্ষের আদেশ, অনুমতি কিংবা ইচ্ছা ছাড়া কেউ জিহাদের জন্য ফতোয়া দিতে পারে না।”

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় উলেমা সম্মেলনে ফিল্ড মার্শালের পুরো ভাষণের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ পায়নি। তবে তিনি ভাষণে কুরআনের একাধিক আয়াত উদ্ধৃত করেন।

ভারতের সঙ্গে গত মে মাসে সংঘটিত চারদিনের সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময় পাকিস্তানের প্রতিশোধমূলক অভিযান ‘বুনিয়ানুম মারসুস’-এ সশস্ত্র বাহিনী ‘ঐশ্বরিক সহায়তা’ পেয়েছিল। তিনি দাবি করেন, “আমরা তা সরাসরি অনুভব করেছি।”

ভাষণে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ নিয়েও কথা বলেন ফিল্ড মার্শাল মুনির। তিনি উল্লেখ করেন, পাকিস্তান বারবার কাবুলকে তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। যদিও আফগান কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “আফগানিস্তান কি আমাদের পাকিস্তানি শিশুদের রক্ত ঝরাচ্ছে না?”

তিনি আরও জানান, আফগান তালেবানদের পাকিস্তান ও টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান)-এর মধ্যে একটি পক্ষ বেছে নিতে বলা হয়েছিল।

ফিল্ড মার্শাল আসিম মুনির এই বক্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান, আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এনএনবাংলা/