বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন একটি নতুন অধ্যায়ের দিকে অগ্রসর হচ্ছে। নতুন সূর্যের আলোয় দেশবাসী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছে। ঠিক এমন সময়েই আবার দেশের শত্রুরা হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ওই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আরও সহিংস ঘটনার আশঙ্কা রয়েছে।
শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, একাত্তরে যখন পাক হানাদার বাহিনীর পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল এবং মুক্তিবাহিনী চারদিক থেকে ঢাকা ঘিরে ফেলেছিল, তখন পরিকল্পিতভাবে দেশের মেধাবী সন্তানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়। দোসরদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, গবেষক, কবি-সাহিত্যিক ও সাংবাদিকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এর মাধ্যমে জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের হারায়।
তিনি আরও বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার লক্ষ্যেই এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। শহীদ বুদ্ধিজীবী দিবসে বারবার সেই ইতিহাস স্মরণ করা হয়। একইভাবে তিনি ২০২৪ সালে সংঘটিত গণহত্যার কথাও উল্লেখ করেন।
মির্জা ফখরুল বলেন, আজ যখন দেশ নতুন আশার পথে এগোচ্ছে এবং জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা করছে, তখন আবারও শত্রুদের হত্যাযজ্ঞে লিপ্ত হওয়া গভীর উদ্বেগের বিষয়। সাম্প্রতিক হামলার ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, দলের পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা স্মৃতিসৌধে এসেছেন। এ সময় তারা শপথ নিয়েছেন—যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা হবে।
তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে। পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, সময়মতোই ভোট হবে: ইসি সানাউল্লাহ
হাদিকে গুলি: মোটরসাইকেল মালিকের ৩ দিনের রিমান্ড
ওসমান হাদিকে গুলি করে ফয়সাল, মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর: ডিএমপি