অনলাইন ডেস্ক :
তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। একটি বিজ্ঞাপনে মডেল হয়ে ছোট থেকেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বর্তমানে সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি নাচের সঙ্গেও জড়িত সে। প্রথমবারের মতো আরটিভি মিউজিকের ব্যানের নাচ নির্ভর একটি মিউজিক ভিডিওর মডেল হলেন দীঘি। এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘কাজটি খুব ব্যতিক্রম ধরনের হয়েছে। মনে হচ্ছিল যেন মিউজিক ভিডিও নয়, সিনেমার গানের শুটিং করছি। ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদী।’ ‘আউলা ঝাউলা’ শিরোনামের গানটি সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গীতিকার মিজানুর রহমানের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন আরটিভির বাংলার গায়েনের শিল্পী লাবনী। আরটিভির স্টুডিওতে জমকালো আয়োজনে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন উজ্জ্বল রহমান। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। আসছে ঈদুল ফিতরে আরটিভির বিশেষ অনুষ্ঠানে এবং আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে রিলিজ হবে ‘আউলা ঝাউলা’ শিরোনামের গানটির ভিডিওচিত্র।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত