January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 12th, 2023, 8:42 pm

আশা জাগিয়েও পারলো না সিদ্দিকুর

অনলাইন ডেস্ক :

তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ১৫ শট কম খেলে ছিলেন শীর্ষে। আশা জাগে ২০১৩ সালের পর আবারও এশিয়ান ট্যুর গলফে সিদ্দিকুর রহমানের শিরোপা জয়ের। কিন্তু শেষ রাউন্ডে এসে ছন্দ হারালেন তিনি। শেষ পর্যন্ত লিডারবোর্ডের চূড়া থেকে ছিটকে পড়লেন অনেক দূরে। এশিয়ান ট্যুরের আসর ইন্টারন্যাশনাল সিরিজ থাইল্যান্ডে যৌথভাবে আরও ছয় জনের সঙ্গে যৌথভাবে ২৭তম হয়েছেন সিদ্দিকুর। ২০১০ সালে ব্রুনাই ওপেন জয়ের পর ২০১৩ সালে হিরো ইন্ডিয়ান ওপেনে সেরা হয়েছিলেন তিনি। এরপর থেকে এশিয়ান ট্যুরের প্রতিযোগিতায় শিরোপা খরা চলছে দেশের এই তারকা গলফারের। ব্ল্যাক মাউন্টেন গলফ কোর্সে রোববার চতুর্থ রাউন্ডে সিদ্দিকুর তিনটি বার্ডি, তিনটি বোগি ও একটি ডাবল বোগি করেন। সব মিলিয়ে নির্ধারিত পারের চেয়ে ১৩শট কম খেলে যৌথভাবে ২৭তম হয়েছেন তিনি। ২০ লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতায় সিদ্দিকুরের শুরুটা ছিল সাদামাটা। প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলেছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে পাঁচ শট কম খেলে তৃতীয় রাউন্ডে উঠে আসেন যৌথভাবে ২৮তম স্থানে থেকে। ঝলমলে পারফরম্যান্স সিদ্দিকুর মেলে ধরেন তৃতীয় রাউন্ডে। এ রাউন্ডে পারের চেয়ে আট শট এবং সব মিলিয়ে পারের চেয়ে ১৫ শট কম খেলে ওঠেন শীর্ষে। কিন্তু শেষ রাউন্ডের বিবর্ণ পারফরম্যান্সে হতাশাই সঙ্গী হলো তার। পারের চেয়ে ২০ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার ওয়েড ওর্মসবি।