রংপুর ব্যুরো:
বেসরকারী সংস্থা আশা রংপুর বিভাগীয় পর্যায়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা গতকাল বৃহ্সতিবার সকালে এনজিও ফোরাম হলরুমে অনুষ্ঠিত হয় । সভায় ঋণ ও সঞ্চয় কর্মসূচির পাশাপাশি আশা’র শিক্ষা, শিক্ষা বৃত্তি, প্রাথমিবল সেবা, ফিজিওথেরাপি, স্যানিটেশন ও দুর্যোগকালীন সহায়তা ইত্যাদি সামাজিক উন্নয়ন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের আবহিত করা হয়। আশা-রংপুর বিভাগের ৪৩৫ টি ব্রাঞ্চে ২০২৪-২০২৫ অর্থ বছরে মোট ঋণ বিতরণ ৯,৭৭,১৮৩ জন ৪.৩৯ কোটি টাকা করেছে । আশা-রংপুর বিভাগে ১৮৪ টি ব্রাঞ্চে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে, শিক্ষা কেন্দ্র ২৭৬০টি, শিক্ষার্থীর সংখ্যা ৫২০ জন, ৩টি ব্রাঞ্চে সমন্বিত স্বাস্থ্যকেন্দ্র রয়েছে (রাজারহাট-কুড়িগ্রাম, বড়াইবাড়ী-রংপুর, ধুকুরঝাড়ী-দিনাজপুর) এ এক স্বাস্থ্য কেন্দ্র ১০টি, রংপুর শহরে ১টি ফিজিওথেরাপি সেন্টার চলমান রয়েছে। ২০২৪-২০১৫ অর্থ বছরে সামাজি ভা খাতে আশা ১১০ কোটি টাকা ব্যয় করেছে এবং ২০২৫-২০২৬ অর্থ বছরে উক্ত খাতে ১৭৫.৩৩ কোটি টাকা বল য়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা-ঢাকা এ্যাসিসটেন্ট ডিরেক্টর মোঃ নাহিদ খান, রংপুর -প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মনাব্বর হোসেন , সাবেক সাধারণ সম্পাদক মেরিনা লাভলী । সভায় সভাপত্বি করেন আশার ডিভিশনাল ম্যানেজার,নএস এম বেলাল হোসেন ।প্রধান অতিথি সাংবাদিকদের মাঝে সংস্থার চলমান কার্যক্রম অবহিত করার মাধ্যমে প্রতিষ্ঠানের সচ্ছতা ও জবাবদিহিতার এক সাহসী উদ্যোগ বলে অবহিত করেন ।
আরও পড়ুন
সিলেটের ৬১৮টি মন্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি: শুরু ২৮ সেপ্টেম্বর
সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কা দিলে চালক নিহত ৮ জন আহত
ষড়যন্ত্র করে গণতন্ত্রকে সাময়িকভাবে বাঁধাগ্রস্ত করা যায়, কিন্ত দীর্ঘ মেয়াদের গণতন্ত্রেরই বিজয় হয়