April 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 20th, 2025, 2:48 pm

আশুলিয়ায় আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১

এস এম মনিরুল ইসলাম, সাভার: সাভারের আশুলিয়ায় কার্টুন কারখানার ঝুট ব্যবসা দখল ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে দুই রাউন্ড গুলি ছুড়ে জিয়া দেওয়ান নামের এক ব্যাক্তি। এঘটনায় অভিযান পরিচালনাকরে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন। এর আগে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানার  খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিয়া দেওয়ান আশুলিয়া থানার জিরাবোর ফুলবাগান এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে। তিনি আধিপত্য বিস্তারের জন্য গুলি ছুড়েছেন বলে জানা গেছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন দ্য নিউ নেশনকে বলেন, গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবোর ফুলবাগান রোড এলাকায় এস.এ.এস প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ কাটুনের ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় নিজ অবস্থান জানান দেওয়া ও আদিপত্য বিস্তারে অবৈধ বিদেশী পিস্তুল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি করে জিয়া দেওয়ান। এব্যাপারে ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনায় অভিযান পরিচালনা করে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়া দেওয়ানের দেওয়া তথ্যমতে তারই বাড়ীর পারিবারিক কবরস্থানের কলা গাছের গোড়া থেকে বিদেশী পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তুলটির গায়ে MADE IN USA. NO-1117, ONLY ARMY SUPLY লেখা রয়েছে। এসময় একটি খালি ম্যাগাজিন ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার জিয়া দেওয়ানের বিরুদ্ধে অস্ত্র আইনে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।