আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই ও জাওয়া মদসহ ৩ পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৫২০ লিটার চোলাই ও ৫২০ লিটার জাওয়া মদ উদ্ধার করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। এর আগে, রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাঙ্গামাটি জেলার জোড়াছড়ি থানার ধামাইপাড়া এলাকার রুপেন চাকমার ছেলে করুণ বিকাশ চাকমা (২০), চাঁদপুর জেলার মতলব থানার বদুরপুড় এলাকার মৃত মোবারক মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৩২) এবং আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার মৃত হাজী তোফাজ্জল হোসেন ভূঁইয়ার ছেলে মো. বাদল ভূঁইয়া (৬১)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকায় গোপনে কারখানা স্থাপন করে অবৈধভাবে মাদক উৎপাদন ও স্থানীয় এলাকায় সরবরাহ করে আসছিল। তারা এলাকায় পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত। অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ৫২০ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ এবং আরো ৫২০ লিটার জাওয়া মদ উদ্ধার করা হয়। এসময় মাদক উৎপাদনে ব্যবহৃত ২টি গ্যাসের চুলা, ৫টি সিলভারের বড় পাতিল এবং ৫০টি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
নির্বাচনে ‘ম্যাজিস্ট্রেসি’ ক্ষমতা চায় পুলিশ
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
শাহজালাল বিমানবন্দরে ‘নিরাপত্তাজনিত কারণে’ দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ