ঢাকার সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় আগুন লেগে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের (গণমাধ্যম) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান সিকদার বলেন, বুধবার বিকাল সোয়া ৫টার দিকে আশুলিয়ার ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
শাহজাহান সিকদার বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা করছে।
—ইউএনবি

আরও পড়ুন
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা