সাভারের আশুলিয়ায় স্ত্রী ও সন্তানকে হত্যার পরে এক রিকশাওয়ারা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া রুপায়ন মাঠ সংলগ্ন এলাকার ভাড়া বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
নিহতরা হলেন দিনাজপুর জেলার ছবুর মিয়া (৩০), তার স্ত্রী রোজিনা বেগম (২৫) ও তাদের ছয় বছরের মেয়ে সুমাইয়া।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, আশুলিয়ার জামগড়ার রুপায়ন মাঠ এলাকার একটি কক্ষ ভাড়া নিয়ে রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন ছবুর মিয়া। পরে গত কয়েকদিন আগে তার রিকসাটি চুরি হয়ে গেলে স্ত্রী রোজিনা বেগমের সাথে স্বামী ছবুর মিয়ার ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে শনিবার রাতে ঘরের দরজা বন্ধ করে স্ত্রী রোজিনা বেগম ও সন্তান সুমাইয়াকে শ্বাসরোধ করে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন। পরে রাতেই খবর পেয়ে তিন জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায় পুলিশ।
এ দিকে রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ১২ বছরের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানান, এঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
মাস্টার প্যারেডে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান— পুলিশ কমিশনার
কৃষকের ৯ টাকার বেগুন হাত বদলে বিক্রি হচ্ছে ২৫ টাকায়
কোম্পানীগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর