January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 3rd, 2023, 8:16 pm

আসছে অভিনেতা নাসির উদ্দীনের নতুন চমক

অনলাইন ডেস্ক :

একদম শূন্যের ওপর তিনি উল্টো ডিগবাজি খেলেন আচমকা। ডিগবাজি খেয়ে সোজা চলে গেলেন পানির গভীরে। তারপর? নানা ধরনের চরিত্রে অভিনয় করে এরইমধ্যে নিজের জাত চিনিয়েছেন অভিনেতা নাসির উদ্দিন। অভিনেতা হিসেবে তিনি যে পরিশ্রমী সেটা জানা হয়ে গেছে সবার। তবে এবার ‘বলি’ (দ্য রেসলার) সিনেমার শুটিংয়ে নাসির উদ্দিন যেটা করেছেন সেটা একদম অভাবনীয়। এই সিনেমায় তিনি যে তার সেরাটা দিয়েছেন সেটা আর সম্ভবত আলাদা করে বলে দিতে হচ্ছে না।

সম্প্রতি প্রকাশিত ‘বলি’ সিনেমার ‘বিহাইন্ড দ্য সিন’ ফুটেজের একটি অংশে দেখা যাচ্ছে, উল্টো ডিগবাজি খেয়ে পানির একদম গভীরে চলে যাচ্ছেন নাসির উদ্দীন খান। না, শেষে অবশ্য ঠিকঠাকই পানি থেকে উঠে এসেছেন। ধারণা করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে হয়েছে এই দৃশ্যটির চিত্রধারণ। চট্টগ্রাম থেকে উঠে আসা এই অভিনেতাকে চলচ্চিত্র ও সিরিজের নানা চরিত্রে অভিনয় করলেও এবার তিনি বড় পর্দায় উঠে আসছেন একেবারে কেন্দ্রীয় চরিত্রে। ইকবাল হোসাইন চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় বলি সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। সরকারি অনুদানে নির্মিত ছবিটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে দর্শকের সামনে আনার আয়োজন।

তবে তার আগেই সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যদের কাছ থেকে। নতুন ছবিতে প্রধান চরিত্রে অভিনয় প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, ‘বলি’ ছবিতে আমি সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছি। ছবিটি একই সঙ্গে খুবই আঞ্চলিক ও আন্তর্জাতিক একটি সিনেমা হবে বলে আমার মনে হচ্ছে। তিনি বলেন, ক্ল্যাসিক সিনেমা হয়ে ওঠার সব সম্ভাবনা এ সিনেমার গল্পে আছে- এটা আমি বিশ্বাস করি। পরিচালক জানান, গত বছরের এপ্রিল-মে মাসে ছবিটির টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। তারও আগে লম্বা সময় নিয়ে চলেছে ছবির অডিশন। চট্টগ্রাম ও ঢাকার মঞ্চের একদল নবীন প্রতিভাবান শিল্পী কাজ করেছেন এ সিনেমায়। চলতি বছরের শেষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান পায় এই সিনেমা। গত বছরের সেপ্টেম্বরে বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র ফান্ডের একটি হুবার্ট বলস ফান্ডের প্রাথমিক বাছাইয়ে মনোনীত হয় ‘বলি’। ছবির চিত্রনাট্য, চূড়ান্ত পর্ব পর্যন্ত লড়েছে ভারতের এনএফডিসি ফিল্ম বাজার কো-প্রডাকশন মার্কেটে। সরকারি অনুদানের এই ছবির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।