অনলাইন ডেস্ক :
অভিনেতা যাহের আলভী ও তিথির মধ্যে ‘আজব মহব্বত’। আলভী প্রতিদিনই তিথিকে মারধর করেন। তবুও দুজন-দুজনকে ছাড়া থাকতে পারেন না। একদিন রাতে আলভী তিথির সঙ্গে ঝগড়া করে গাছের ওপর বাসা বাঁধেন। সেখানেই থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু এটি কোনো ভাবেই মেনে নিতে পারেন না তিথি। অবশেষে তিথি আলভীকে জানায় প্রতিদিনই সে যেন এমন ঝগড়া করে। এমনই এক গ্রামীণ পটভূমিতে এ জুটিকে নিয়ে নির্মাণ হয়েছে নাটক ‘আজব মহব্বত’। এতে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, জয়নাল জ্যাক, সানজিদা মিলা ও নেয়ামত রহমান। ফেরারী ফরহাদের রচনায় এটি পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান। নাটকটির নির্বাহী প্রযোজক জামাল হোসেন। এটি খুব শিগগির রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকটি প্রসঙ্গে অভিনেতা যাহের আলভী বলেন, নাটকটির মধ্যে স্বামী-স্ত্রীর সত্যিকারের ভালোবাসা ফুটে ওঠেছে। নির্মাতা দারুণভাবে একজন স্বামী ও স্ত্রীর সম্পর্কটা পর্দায় তুলে ধরেছেন। এটি গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছে। তবে দর্শক নাটকটি দেখলে নিরাশ হবেনা না।’
আরও পড়ুন
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি
‘বাগান বিলাস’ নিয়ে আসছেন জয়া
এক সিনেমায় মোশাররফ করিম-রাজ, নায়িকা ফারিণ