অনলাইন ডেস্ক :
এরআগেও বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন দ্য ডে’র ট্রেলার প্রকাশ করেছিলেন প্রযোজক, অভিনেতা অনন্ত জলিল। যা দেখে বেশির ভাগ সিনেমাপ্রেমী দর্শক বিরক্তি প্রকাশ করেন। সেই ট্রেলারের বেশির ভাগ জুড়েই ছিলো বোমা-মিসাইল কিংবা ভারি অস্ত্রের ঝনঝনানি! সবকিছু দর্শক মেনে নিলেও ছবির ভিজ্যুয়াল ইফেক্টস এর যথেচ্ছা ব্যবহার নিয়ে মেতেছিলেন হাস্যরসে! দর্শকের মূল্যায়ন গুরুত্ব দিয়ে অনন্ত তখন জানিয়েছিলেন, নতুনভাবে আসছে ‘দিন দ্য ডে’র ট্রেলার! সে কথাই রাখলেন এই অভিনেতা ও প্রযোজক। গত রোববার প্রকাশিত হলো ‘দিন দ্য ডে’র অফিশিয়াল ট্রেলার। আর এই ট্রেলারটি নিয়ে সন্তুষ্ট সিনেপ্রেমী দর্শকও! অন্তত ট্রেলার নিয়ে দর্শকের করা মন্তব্যে এমনটাই দেখা গেল। সেই সঙ্গে দর্শকের বিরাট একটা অংশ অনন্তকে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ তিনি দর্শকের মতামতকে গুরুত্ব দিয়ে পুনরায় ভিজ্যুয়াল ইফেক্টস সহ পোস্ট প্রোডাকশনে কাজ করেছেন! দীর্ঘ দিন পর অনন্ত জলিল তার নতুন সিনেমা ‘দিন দ্য ডে’ নিয়ে আসছেন। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে রেকর্ড পরিমাণ বাজেট ব্যয় হয়েছে। সিনেমাটির বাজেট বাংলাদেশী টাকায় প্রায় ১০০ কোটি টাকা যা মার্কিন ডলার হিসেবে ১২ মিলিয়ন। যা মুক্তি পাচ্ছে আসছে ঈদুল আযহায়। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় বানানো ‘দিন দ্য ডে’র বাংলাদেশের অংশ প্রযোজক অনন্ত জলিল। এ বিষয়ে তিনি আগেই জানান, বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে তিনি সেই অংশটুকুতে লগ্নী করেছে। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান এই চারদেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেইসব লোহমর্ষক প্রেক্ষাপট। ছবিতে অনন্ত ছাড়াও আছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির