অনলাইন ডেস্ক :
‘ফাইভ স্টার মেস’- এটি মজার একটি নতুন ধারাবাহিকের নাম। নির্মাতা সাগর জাহানের রচনায় এটা পরিচালনা করেছেন রুমান রুনি। যা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আরটিভির পর্দায়। এর কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, এফএস নাঈম, নাজিয়া হক অর্ষা, অপর্ণা ঘোষ ও তৌসিফ মাহাবুব। আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মুনিরা মিঠু, তারিক স্বপনসহ অনেকে। নির্মাতা রুমান রুনি বলেন, ‘‘মিডিয়াতে যারা কাজ করেন তাদের সবারই পর্দার আড়ালে কিছু গল্প থাকে, যেগুলো কখনও সাধারণ মানুষের সামনে আসে না। এসব গল্প নিয়েই তৈরি হয়েছে ‘ফাইভ স্টার মেস’। মানুষের জীবনে ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলো তুলে ধরা হয়েছে এখানে।’’ অভিনেতা আনিসুর রহমান মিলন বললেন, ‘আমার অভিনয় জীবনের একটা মাইলফলক হয়ে থাকবে নাটকটি। খুবই সুন্দর ও গোছানো কাজ।’ মঙ্গলবার থেকে প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় ‘ফাইভ স্টার মেস’ প্রচার হবে আরটিভিতে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব